পশ্চিমবঙ্গ রাজ্য ভূমি সংস্কার দপ্তর বাংলার ভূমি ( banglarbhumi.gov.in) নামে একটি পর্টাল চালু করেছে। এখন থেকে ভূমি সংক্রান্ত যাবতীয় কাজ যেমন দাগের তথ্য, ভূমি দাগ ও খতিয়ান, প্লটের তথ্য, মৌজা ম্যাপ , রেকর্ড সার্চ, নকশা চেক করা যায় এই বাংলার ভূমি ওয়েবসাইটে।
পশ্চিমবঙ্গ রাজ্য ভূমি সংস্কার দপ্তর এর ওয়েবসাইট এ আপনি নিচের এই সমস্ত সুবিধা পাবেন :-
Banglarbhumi Land Record Khatian
Banglarbhumi Portal Registration
Search Banglarbhumi Online Land Record Details
Map
Mouza
Plot details etc.
কিছু তথ্য বাংলার ভূমি সংক্রান্ত
বাংলার ভূমি : দাগের তথ্য, ভূমি দাগ ও খতিয়ান, ওয়েবসাইট | banglarbhumi.gov.in , Land Record Khatian
কি কি পরিসেবা পাবেন এই banglarbhumi.gov.in পর্টালে।
নাগরিকরা ভূমি সংক্রান্ত যাবতীয় কাজ যেমন দাগের তথ্য, ভূমি দাগ ও খতিয়ান, প্লটের তথ্য, মৌজা ম্যাপ , রেকর্ড সার্চ, নকশা চেক করতে পাবেন । তাছাড়া নিচের এই সুভিধা গুলিও পাবেন।
Digitization of Map & Records
Preparation, Updation & Maintenance
Distribution of Land
Management of ISU
Training (ARTI and LMTC)
Rent Controller
Thika Tenancy
Indo-Bangladesh Boundary Demarcation
State Land Use Board
বাংলার ভূমি ওয়েবসাইট এ কিভাবে রেজিস্ট্রেশন করবেন?( Banglarbhumi Registration)
যদি আপনি নিজেকে এই ওয়েবসাইটে রেজিস্টার করতে চান তাহলে আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে।
প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যা ওপরে দেওয়া হয়েছে।
তারপর আপনাকে signup অপশনে ক্লিক করতে হবে।
তারপর আপনাকে আপনার কিছু ইনফরমেশন ইনপুট করতে হবে, যেমন: নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, ডিস্ট্রিক্ট, ইমেইল আইডি, মোবাইল নম্বর, পাসওয়ার্ড।
তারপর ক্যাপচা পুরন করতে হবে।
তারপর আপনার মোবাইল ফোনে OTP আসবে।
OTP দিয়ে submit করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে।
বাংলার ভূমি দাগের তথ্য , জমির তথ্য, রেকর্ড সার্চ (Banglarbhumi Land Record, Dag number, plots number)
যদি আপনি আপনার জমির দাগের তথ্য , জমির তথ্য, রেকর্ড সার্চ করতে চান তাহলে আপনাকে নিচের পদ্ধতি অনুসরন করতে হবে।
প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট (banglarbhumi.gov.in) ভিজিট করতে হবে।
তারপর অফিসিয়াল ওয়েবসাইট হোমপেজে একটি অপশন "Know Your Property” দেখতে পাবেন।
এই অপশনে ক্লিক করার পর আপনাকে কয়েকটি ইনফরমেশন দিতে হবে যেমন- জেলার নাম, ব্লক এবং মৌজা।
তারপর আপনি আপনার জমির দাগের তথ্য , জমির তথ্য, রেকর্ড সার্চ করতে পারেন দুই ভাবে।
হয় আপনি প্লট নম্বর দিয়ে সার্চ করুন না হয় খতিয়ান নম্বর দিয়ে সার্চ করুন।
ক্যাপচা কোড দিয়ে view button এ ক্লিক করুন।
No comments:
Post a Comment
Thank you for leaving comments.